নাইক্ষ্যংছড়ির ১১ বিজিব কর্তৃক মালিকবিহীন ৯১৬৮ পিস ইয়াবা উদ্বার

fec-image

বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৯১৬৮ পিস ইয়াবা উদ্ধার করেছে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।

গতকাল শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এই ঘটনায় বিজিবি তাৎক্ষনিক কাউকে আটক করতে না পারলেও জড়িত মাদকপাচারকারী চক্রকে চিহ্নিত করার মাধ্যমে আইনী কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান বিজিবি।

১১ বিজিবির একটি সূত্র জানিয়েছে, ইয়াবা পাচারে জড়িত মাদক কারবারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো. নাহিদ হোসেন জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন