parbattanews

নাইক্ষ্যংছড়িতে ২শত লিটার চোলাই মদসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক সফল অভিযানে চোলাই মদসহ দুই মাদক সম্রাটকে আটক করা হয়েছে।

সোমবার (৬সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নিদের্শনায় পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকা থেকে ২০০শত লিটার চোলাইমদসহ এই দুই মাদক সম্রাটকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত চোলাইমদ আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকার মৃত অংকি মোহন মেয়ে শর্মি বড়ুয়া (৩১) ও একই এলাকার মমপুচিং তংচংগ্যা পুত্র পুমংল তংচংগ্যা (৩৩)।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসী, মাদক ও গডফাদারদের আতঙ্কের নাম ওসি আলমগীর হোসেন সফলতার সহিত মাদক বিরোধী অভিযানে দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। যার কারণ বান্দরবান জেলায় শ্রেষ্ঠ ওসি হিসাবে ৭ম বার সম্মাননা অর্জন করেছেন।

Exit mobile version