parbattanews

নাইক্ষ্যংছড়ি দোছড়ি খালের গার্ডার ব্রিজের নির্মাণ কাজ কার্যাদেশ প্রদানের ৪ মাস পর ও শুরু হয়নি

 

লামা প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী এলাকায় দোছড়ি খালের উপর ৬০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ কার্যাদেশ প্রদানের ৪ মাস অতিবাহিত হলেও শুরু হয়নি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩ কোটি ২৯ লক্ষ টাকা চুক্তি মূল্যে রাঙ্গামাটি রিজার্ভ বাজারের ঠিকাদার মেসার্স প্রমা এন্টারপ্রাইজকে গত ১৬ মার্চ কার্যাদেশ প্রদান করে। কার্যাদেশ প্রদানের ৭ দিনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজের নির্মাণ কাজ শুরু করবে মর্মে উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি করেছে।

দোছড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ জানিয়েছেন, দুর্গম দোছড়ি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তুলাতলীর দোছড়ি খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। ব্রিজের নির্মাণ কাজ এখনো শুরু করা হয়নি। গত ২৯ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্রমা এন্টারপ্রাইজের পক্ষে জসীম উদ্দিন জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ হওয়ার কারণে নির্মাণ সামগ্রী প্রকল্প স্থানে পৌঁছানো যাচ্ছে না। শুধু আমাদের নয় আরো অনেক ঠিকাদার মালামাল পরিবহন করতে পারছে না।

কাজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী ত্রিদিব কুমার ত্রিপুরা জানিয়েছেন, তুলাতলী ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি নাই।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ জানিয়েছেন, কার্যাদেশ মোতাবেক ব্রিজের নির্মাণ কাজ শুরু না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শন নোটিশ প্রদান করা হয়েছে। কার্যাদেশ প্রদানের ৭ দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু এবং ৪৫০ দিনের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি সম্পাদন করেছে।

Exit mobile version