parbattanews

নাইক্ষ্যংছড়ি প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র একাদশের জয়

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদক ছেড়ে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব দিয়ে ঈদ উপলক্ষে এই ম্যাচ আয়োজন করে নাইক্ষ্যংছড়ি ফুটবল একাডেমি।

সিনিয়র বনাম জুনিয়র একাদশের মধ্যকার ম্যাচটি রোববার (১৬ মে) বিকেলে ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় সিনিয়র ফুটবল একাদশ, জুনিয়ার একাদশকে ৫-১ গোলে হারায়।

এইই ম্যাচে দেশের বিভিন্ন স্থানে ও সংগঠনের পক্ষ হয়ে অংশ নেওয়া পরিচিত খেলোয়াড়রা তাদের নৈপুণ্য প্রদর্শণ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণকালে অতিথিরা বলেন, ফুটবল একাডেমির আয়োজনে এই ধরনের ম্যাচ নিসন্দেহে তরুণদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তুলবে। খেলাধুলা তরুণদের নানা অপরাধ ও মাদক থেকে দূরে রাখে। আগামীতেও খেলোয়াড়দের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াহিয়া খান মামুন, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ফুটবল একাডেমির সভাপতি মাওলানা আজিজুল হক, সাংবাদিক আবুল বাশার নয়ন, হাফিজুল ইসলাম চৌধুরী, এনজিও কর্মী আতিকুর রহমান প্রমুখ।

খেলা শেষে দুইদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Exit mobile version