parbattanews

নাইক্ষ্যংছড়ি সফরে যাচ্ছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি আগামী শুক্রবার (২৯ জুলাই) এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি যাচ্ছেন।

ওই দিন সকাল ৯টায় গাড়িযোগে নাইক্ষ্যংছড়ি যাবেন তিনি।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

পার্বত্য মন্ত্রীর আগমনের কর্মসূচিতে সকাল ১০টায় এলজিইডি তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস টার্মিনাল চত্ত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নতুন বাসর্টামিনাল কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পাচউবো ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এরপর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে আংশগ্রহণ করবেন তিনি। দুপুর ১২টায় নাইক্ষ্যংছড়ি হতে কক্সবাজার উদ্দেশ্যে করবেন। দুপুর ১টায় কক্সবাজার কলাতলী ‌‘নাইনটি নাইন ব্রাইডাল হাউজে’ সামাজিক অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। বিকেল ৩টায় মন্ত্রী বান্দরবান উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

Exit mobile version