নাইক্ষ্যংছড়ি সফরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

vibageo comisnar copy
মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
পাহাড়ী উপজেলা নাইক্ষ্যংছড়ির নির্জন প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে গেলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি দীর্ঘ ১০ ঘণ্টা নাইক্ষ্যংছড়ি অবস্থান করেন।

বিভাগীয় কমিশনার সকালে নাইক্ষ্যংছড়ি পৌঁছে প্রথমে উপবন লেকে বনায়ন কর্মসূচী ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে তিনি কৃত্রিম লেকের পানিতে বরষি ফেলে মাছ ধরার স্বাদও গ্রহণ করেন।

১১টায় তিনি উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন। দুপুর ২টায় উপজেলা পরিষদ জামে মসজিদের সম্প্রসারিত ভবন ও অজুখানা উদ্বোধন করেন।

এসময় যুগ্ম সচিব মো: ফরিদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহামদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ, ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলামসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় তিনি ইফতার শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন