parbattanews

নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজের উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের নানা পরিকল্পনা

নাইক্ষংছড়ি হাজী এম,এ কালাম সরকারি কলেজের সমসাময়িক বিষয় ও কলেজর সামগ্রিক নানা বিষয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে উপজেলা চেয়ারম্যান। মঙ্গলবার (২৪ মে) দুপুরে এ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অ আ ম রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাংলাওয়াই মার্মাসহ কলেজের শিক্ষকবৃন্দ।

পরিকল্পনার মধ্যে রয়েছে কলেজে টাইলস লাগানো, সার্বক্ষণিক বিদ্যুৎ সেবার জেনারেটর, মাঠ ভরাট, নতুন কলেজ গেইট নির্মাণ, ছাত্রী হোস্টেল সংস্কার ও নতুন আসবাবপত্র, কলেজের ভিতরে কার্পেটিং রাস্তা, ফুলের বাগান ও কলেজের চারপাশের বাউন্ডারিওয়াল নির্মাণ।

এ বিষয়ে কলেজের একাধিক শিক্ষার্থী জানান, এ পরিকল্পনা গুলো বাস্তবায়ন হলে কলেজের পরিবেশ পাল্টে যাবে। এটি হবে পাহাড়ি জনপদের অনিন্দ্য সুন্দর একটি কলেজ।

Exit mobile version