parbattanews

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি ও বিজিপির টহল

 

বাইশারী প্রতিনিধি:

সীমান্তের জিরো পয়েন্টে প্রাথমিক ভাবে যৌথ পিলার পরিদর্শন করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালায় ৪৩ থেকে ৪৪নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ বর্ডার গার্ড ৩১ বিজিবির সহকারী পরিচালক (এডি) মোসলেম উদ্দিনের নেতৃত্বে বিজিবি এবং মিয়ানমার নেম্রে ক্যাম্পের উর্দ্ধতন বিজিপি সদস্যরা।

সূত্র মতে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ধারনা বাংলাদেশ সীমান্তে আরসা বা আরএসও আশ্রয় নিয়ে মিয়ানমারে হামলার পরিকল্পনা করছেন।

এদিকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কোন গোষ্ঠীকে ব্যবহারের সুযোগ দিচ্ছে না বলে মিয়ানমার বাহিনীকে আশ্বস্থ করার পর দুই দেশের সীমান্তরক্ষীদের মাঝে যৌথ টহলের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল আযীম বলেন, প্রতিবেশী দেশের সাথে সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে বিজিবি।

শীঘ্রই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী জিরো পয়েন্টে যৌথ টহল দেওয়ার কথা নিশ্চিত করেন তিনি।

Exit mobile version