parbattanews

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদেশি মদসহ ২ মাদককারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৯৬ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমির প্রজেক্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার উখিয়ার পুকুরিয়া গ্রামের শামসুল আলমের ছেলে ইলিয়াছ (৪০) ও রামু থানার ডালারমূখ গ্রামের কাশেমের ছেলে শাকিল (১৮)।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ একটি টিম ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯৬টি বিদেশি মদসহ দুই মাদককারবারি আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব বিদেশি মদসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ইলিয়াছ এবং শাকিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version