parbattanews

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১৩ লাখ টাকার ইয়াবা ও সিগারেট উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

মিয়ানমার হয়ে বান্দরবানের নাইক্ষ্যংড়ির ঘুমধুম ও তুমরু সীমান্ত এলাকা থেকে পাচারকালে কক্সবাজার- টেকনাফ মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবির সদস্যরা কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪ হাজার ১শত ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ ৩৬ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।

মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার ফেরদৌস মোল্লা বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী গাড়ী তল্লাশী করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

একই দিন বালুখালী বিজিবির নায়েক হাবিলদার আজিজুল্লাহর নেতৃত্বে একদল বিজিবির সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কে টিভি রিলেকেন্দ্র এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ী তল্লাশী চালিয়ে ৪০০ প্যাকেট এক্সকিং সিগেরেট ও মিয়ানমারের বিভিন্ন পণ্য উদ্ধার করেন।

এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত সিগেরেট ও মালামালের মূল্য অর্ধলক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন।

Exit mobile version