parbattanews

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি

‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

১১ বিজিবি সূত্রে জানা যায়, রবিবার ২৪ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ এ মৎস্য সপ্তাহ হিসেবে পালিত হবে।

মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু কর্তৃক নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরস্থ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে ‘‌মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২২’’ এর উদ্বোধন করেন।

উক্ত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে লে. কর্নেল মো. রেজাউল করিম, অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এবং ক্যাপ্টেন রাফি-উস-হাসান, মেডিক্যাল অফিসারসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version