parbattanews

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে ৯টি বার্মিজ গরু আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন ৯টি বার্মিজ গরু আটক করা করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) আনুমানিক আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি (১১বিজিবি) এর আওতাধীন জারুলিয়া ছড়ি বিওপির হাবিলদার মো. বেলাল হোসেনের নেতৃত্বে বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব কোণের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে রেক্কানিয়া নামক স্থান থেকে মালিকবিহীন ৯টি বার্মিজ গরু আটক করা হয়।

আটককৃত গরু পরবর্তী কার্যক্রমের জন্য জারুলিয়াছড়ি বিওপিতে থেকে ব্যাট্যালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রাতের আধারে বিজিবির দৃষ্টি ফাঁকি দিয়ে অবৈধ গরু বাংলাদেশের ভিতরে আসছে, যার কারণে এলাকায় স্থানীয়ভাবে গড়ে উঠা দেশীয় খামারিরা পথে বসার উপক্রম হয়েছে। অবৈধ গরু আটকের কারণে সচেতন মহল ও স্থানীয় খামারীরা বিজিবির অভিযানকে সাধুবাদ জানান।

Exit mobile version