parbattanews

নাইক্ষ‍্যংছড়িতে বিদেশি মহিষ জব্দ

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে বিদেশি মহিষ আটক করেছে ১১-বিজিবির সদস্যরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তুলাতলী থেকে মালিক বিহীন অবস্থায় এ বার্মিজ মহিষটি জব্দ করে।

সংশ্লিষ্ট সূত্র জানান, নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি এর আওতাধীন লেম্বুছড়ি বিওপির হাবিলদার আশরাফুল ইসলাম এর নেতৃত্বে টহল দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। জঙ্গলাকীর্ণ পাহাড়ি পথ বেয়ে চোরাকারবারিরা মিয়ানমার থেকে মহিষটি নিয়ে যাচ্ছিলো বাইশারী হয়ে চকরিয়ায়। পথিমধ্যে বিজিবি অভিযান চালান।

মহিষের আনুমানিক বাজার মূল্য এক লাখ ত্রিশ হাজার টাকা। আর জব্দ করা মহিষটি পরবর্তী নিলাম প্রক্রিয়ার জন্য নাইক্ষ‍্যংছড়ি ব‍্যাটালিয়ন হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩১ নম্বর পিলার এলাকার ঘুমধুম থেকে ৫২ নম্বর পিলার পাইনছড়ি পর্যন্ত দীর্ঘ সীমান্তের পাহাড়ি পথ বেয়ে চোরাকারবার চলছে ।

তবে এ চোরাকারবারের গতিরোধ ও তা বন্ধ করতে ১১-বিজিবি ও ৩৪-বিজিবি প্রতিনিয়ত অভিযান চালিয়ে বেশ সংখ্যক গরু-মহিষ ও বার্মিজ পণ্য জব্দ করেছে। যা এ বর্তমানেও চলমান। বিজিবির দাবি তারা সীমান্তে সতর্কাবস্থানে রয়েছে।

Exit mobile version