parbattanews

নাইক্ষ‍্যংছড়িতে ভোটারদের দ্বারে দ্বারে নৌকার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান-৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই প্রথম মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত নাইক্ষ্যংছড়িতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম গণসংযোগ করেন।

লামা সাংগঠনিক জেলার সভাপতি এম এ সামাদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তাদের প্রার্থী। এর পরপর তিনি নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণার জন্য নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের এসে বাজার হয়ে নাইক্ষ‍্যংছড়ি থানা মোড় পযর্ন্ত লিফলেট বিতরণ করে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। বলতে ভোটারদের দরজায় দরজায় যাচ্ছেন তিনি।

তিনি আরো বলেন, শুক্রবার ও শনিবার তিনি উপজেলার দোছড়ি ও ঘুমধুম সফর করবেন। ভোটারদের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইবেন।

উল্লেখ্য, বান্দরবান-৩০০ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ২ জন। একজন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম শহিদুল ইসলাম। বীর বাহাদুর তিনি নিজে ও তার দল কয়েক মাস ধরে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু তার একমাত্র প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম শহিদুল ইসলামকে এই প্রথম মাঠে দেখা গেছে।

Exit mobile version