parbattanews

নাইক্ষ‍্যংছড়িতে ৭৯১ কেজি বার্মিজ সুপারি জব্দ

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক ৭ শত ৯১ কেজি বার্মিজ সুপারি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনস্থ লেম্বুছড়ি বিওপির হাবি. মো. মিজানুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক বিওপি থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-৪৯ এর পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে দোলনঝিরি রোডের পাশ হতে ৭৯১ কেজি বার্মিজ সুপারি আটক করতে সক্ষম হয়।

আটক হওয়া সুপারির আনুমানিক বাজার মুল‍্য ৪ লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে জানা যায়। আটককৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য বিওপি হেফাজতে আছে।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত এলাকার কয়েকটি সীমান্ত পয়েন্টের কিছু দুর্গম জায়গা দিয়ে সীমান্ত এলাকার চোরাকারবারিরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমারের উৎপাদিত সুপারি বাংলাদেশের অভ‍্যন্তরে এনে কৌশলে বিভিন্ন বিচ্ছিন্ন এলাকা দিয়ে কক্সবাজার, চট্রগ্রামে পাচার করছে। স্থানীয় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যরাও এসব চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে বলে জানা গেছে।

Exit mobile version