parbattanews

নাইক্ষ‍্যংছড়ির জিয়াউলের ইয়াবা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবানে ইয়াবা মামলায় জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭) আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া বান্দরবান জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ঘোনারপাড়ার বাদশা মিয়ার ছেলে।

জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি জিয়াউল হক জিয়া ৪৮ হাজার ৭ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ করে। এ ঘটনায় দায়রেকৃত মামলায় সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হয়েছে। আদালতের বিচারক আসামি জিয়াউল হক জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

রায়ের পর উপস্থিত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Exit mobile version