parbattanews

নাইক্ষ‍্যংছড়ির ময়ূরের বিল থেকে ৩৭ কোটি টাকার আইচ জব্দ

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। যার বাজার মূল্যে প্রায় ৩৭ কোটি টাকা।

বুধবার (১০ মে) ১০টা ৩০ সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্হ রেজুপাড়া বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক মো. বিপুল ইসলাম এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিওপি হতে আনু. ১ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে গর্জনবনিয়া নামক স্থান থেকে ৭কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করেছে।

ধারনা করা হচ্ছে পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ঐ মাদক গুলো বাংলাদেশে এনে সুযোগ বুঝে পাচার করে দিত চোরাকারবারিরা কিন্তু স্থানীয় বিজিবির টহল দলের অস্তিত্ব টের পেয়ে মাদকদ্রব্য গুলো ফেলে পালিয়ে যায় মাদককারবারীর চক্রটি।

এ সময় অনেকেই বলেন, নাইক্ষ‍্যংছড়িতে এই প্রথম এত উচ্চ দামি মাদক ধরা খেল বিজিবির হাতে। এর আগে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার কোথাও এত দামি মাদক আইস আটক হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, ৩৪ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো. সাইফুল ইসলাম।

Exit mobile version