parbattanews

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত থেকে ৩২০ কেজি বার্মিজ সুপারি জব্দ

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ৩২০ কেজি বার্মিজ সুপারি জব্দ করেছে বিজিবি।

সূত্র জানায়, শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধীন লেম্বুছড়ি বিওপিরসহ এ সীমান্তের দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন ভূইয়ার নেতৃত্বে লেম্বুছড়ি বিওপি থেকে দক্ষিণ-পশ্চিমে সীমান্তের ৪৯ নম্বর পিলার এলাকায় অভিযানে নামেন তারা। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে মালিকবিহীন ৩২০ কেজি বার্মিজ শুকনো সুপারি জব্দ করতে সক্ষম হন তারা।

জব্দকৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ি উপজেলার কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সুপারি আনার জন‍্য কয়েকটি সিন্ডিকেটের সদস্যরা প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে বিভিন্ন বিকল্প পথ দিয়ে দেশের অভ‍্যন্তরে এনে অধিক মুনাফা করে বাজারজাত করছে বলে জানা গেছে। তবে নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবির সদস্যরা অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের ত‍ৎপরতা অব‍্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করছেন।

Exit mobile version