parbattanews

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত সড়কে রোলার অপারেটরের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত সড়কে এক রোলার অপারেটরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার উপজেলার ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি সীমান্ত সড়কের সীমান্ত পিলার ৫১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কামাল হোসেন টিটু (২৫) নেত্রকোনা জেলার পৃর্বধলা থানার বাসিন্দা আবদুল হাসিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী কলিম মিয়া জানান, নিহত টিটু রোলার অপারেটর। সে তার রোলার মেশিন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বাংলাদেশের সীমান্ত সড়কে কাজ করার সময় রোলার মেশিন থেকে নিচে ইটের রাস্তায় পড়ে যায়। এতে বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত পায়। একই সাথে কোমরেও আঘাত পায় মারাত্মকভাবে। এমতাবস্থায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সহযোগী শ্রমিকরা তাকে মুমূর্ষু অবস্থায় ২০ মাইল দূরের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইক্ষ্য্যছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান বিকেলে এ প্রতিবেদককে বলেন, মৃত কামাল হোসেন টিটুর মৃতদেহ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

Exit mobile version