নাইজেরিয়ায় মসজিদে হামলা, ইমামসহ ১২ জনকে গুলি করে হত্যা

fec-image

নাইজেরিয়ার বন্দুকধারী সন্ত্রাসীরা একটি মসজিদে হামলা চালিয়ে ইমামসহ ১২ জনকে হত্যা করেছে। একইসাথে আরো কয়েকজনকে অপহরণ করেছে তারা। শনিবার (৩ ডিসেম্বর) দেশটির উত্তরে এ ঘটনা ঘটে।

রবিবার (৪ ডিসেম্বর) স্থানীয় বাসিন্দাদের বরাতে হামলার তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

দেশটিতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই মুক্তিপণের দাবিতে সাধারণ মানুষকে অপহরণ করে আসছে। যার মধ্যে অন্যতম বোকো হারাম।

এছাড়াও তারা লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যা করে আসছে। অনেক জায়গায় ফসল কাটতে হলেও স্থানীয় সশস্ত্রগোষ্ঠীর অনুমতি নিতে হয়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা গ্রামবাসীদের চাষাবাদ এবং ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফি দাবি করে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে রয়টার্সকে বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

এশার নামাজের সময় গোলাগুলির মাঝে পড়ে অন্তত ১২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানান হারুনা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইমাম, নাইজেরিয়া, মসজিদে হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন