parbattanews

নাগরিকদের সঙ্গে হাসপাতালের সুসম্পর্কের মাধ্যমে সেবার মান উন্নয়ন করতে হবে

রাঙামাটি প্রতিনিধি:

নাগরিকদের সঙ্গে  হাসপাতালের সুসম্পর্কের মাধ্যমে  সেবার মান উন্নয়ন করতে হবে। তাছাড়া নাগরিকবৃন্দ যদি কোন অনিয়মের শিকার হয় তাহলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নাগরিকদের সুসম্পর্ক না থাকলে ভাল সেবা নিশ্চিত করা যায় না।

মঙ্গলবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙ্গামাটি এর উদ্যোগে আয়োজিত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সেবাগ্রহীতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার এসব কথা বলেন।

এসময় সভায়  স্বাগত বক্তব্য রাখেন  সনাক সভাপতি জনাব চাঁদ রায়, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও সনাক সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক সদস্য মোহাম্মদ আলীর পরিচালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সেবাগ্রহীতা সতীশ ত্রিপুরা, মামুন মিন্টু, আলো রাণী আইচ, মনিরুজ্জামান মহসিন রানা, সৈয়দ ইসমাইল হোসেন, রনেন্দ্র চাকমা রিন্টু, সুজন সেন প্রমুখ।

Exit mobile version