parbattanews

নাজির হোসেনকে গুলির প্রতিবাদে দীঘিনালায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদের উপর হামলার ঘটনায় ইউপিডিএফকে(প্রসীত) দায়ী করে, ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগ।

বুধবার(৯ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাস টার্মিনাল এবং উপজেলা কমপ্লেক্স থানা বাজার প্রদক্ষিণ করে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি মো: মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদের উপর হামলার ঘটনায় ইউপিডিএফকে(প্রসীত) দায়ী করে, ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার(৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের দুর্বৃত্তদের  গুলিতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন গুরুতর আহত হয়। তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হয়।

Exit mobile version