parbattanews

নাজির হোসেনকে গুলি করার প্রতিবাদে পানছাড়িতে বিক্ষোভ

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক মো: নাজির হোসেনকে দুর্বৃত্তরা গুলিকরে আহত করার ঘটনায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

বুধবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের, কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক মো: নাছির ও ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক।

অপরদিকে পানছড়ি সিএনজি সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক তোফাজ্জল হোসেন মায়া। এ সময় সমিতির আমজাদ হোসেন, নবী হোসেন, মো: মোসলেম, মো: ইব্রাহীমসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারস্থ হাদিসের চায়ের দোকানের সামনে দূর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেনকে গুলি করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম সিএমএইচ’এ চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, তারা মাঠে কাজ করছেন। তবে গোপনীয়তার স্বার্থে এখনো কিছু বলতে রাজি হননি তারা।

Exit mobile version