parbattanews

নানান কর্মসূচীতে পালিত হচ্ছে পানছড়ির মৎস্য সপ্তাহ’১৮

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

১৮ জুলাই সকাল ১০টায় পানছড়ি প্রেস ক্লাবে কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়েই শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহের সূচনাপর্ব। ১৯ জুলাই ব্যানার ও ফেস্টুন সহযোগে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লোকমান হোসেন।

পোনামাছ অবমুক্ত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রিয় কান্তি চাকমা।

উপজেলা মৎস্য কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, সপ্তাহব্যাপী নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন বিদ্যালয়ে মৎস্য বিষয়ক আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা, ফরমালিন বিরোধী অভিযান, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শণ, মোবাইল কোর্ট পরিচালনা, সিডি ও স্লাইড প্রদর্শণ ও সফল মাছ চাষীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘটবে।

Exit mobile version