parbattanews

নানা আয়োজনে বান্দরবানে পর্যটন বর্ষ পালন

unnamed-copy

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনে বান্দরবানে পর্যটন বর্ষ পালিত হয়েছে। সবার জন্য পর্যটন প্রতিপাদ্য বিষয়ে মঙ্গলবার ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বেড়িয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পর্যটন সেবা ও পর্যটন সম্পদ সুরক্ষায় জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান আকতারুজ্ঝামান খান করিম।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় মুক্তমঞ্চে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version