খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন

fec-image

খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে শহরের
নারিকেল বাগানস্থ সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয়, জাতীয় ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়। পরে শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের শাপলা চত্ত্বরের ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা করা হয়।

সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ দলের নেতৃবৃন্দ। এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, খাগড়াছড়ি, জেল হত্যা দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন