parbattanews

নানা কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত

1438357264

নিজস্ব প্রতিনিধি:

র‌্যালী আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় খাগড়াছড়ি হাইস্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল শোক র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে নির্মিত বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্জ্ঞ অর্পণ করে। স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা র‌্যালীতে নেতৃত্ব দেন।

র‌্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্শী, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। পরে টাউন হলে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, পুলিশ সুপার মজিদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বঙ্গবন্ধুর পালাতক খুনীদের খুঁজে বের করে রায় কার্যকরের দাবী জানান।

এছাড়া জেলার গুইমারাতে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামীলীগ।

অন্যদিকে ছাত্র/ছাত্রীদের নিয়ে শোক দিবসে বিশেষ প্রার্থনা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে সেনাবাহিনী পারিচালিত গুইমারা কলেজ।

Exit mobile version