parbattanews

নানিয়ারচরে কাঁচামাল কিনতে এসে লাশ হয়ে ফিরলো বোয়ালখালীর ব্যবসায়ী

রাঙামাটির নানিয়ারচরে কাঁচামাল কিনতে এসে লাশ হয়ে ফিরলো চট্টগ্রামের বোয়ালখালীর এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার ঘিলাছড়ি বাজারে মো. আব্দুল হালিম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, মৃত হালিম অসুস্থতা অনুভব করছেন বলে স্থানীয় আলী হোসেন মিয়ার চায়ের দোকানে মাদুর বিছিয়ে শুয়ে পড়ে। কোন সাড়া শব্দ না পেয়ে আলী হোসেন গায়ে হাত দিয়ে ঠাণ্ডা অনুভব করলে তিনি পাশের সেনা ক্যাম্পে জানান। এঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি হাটে আসা অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসে। পরিচিত ব্যবসায়ীর মাধ্যমে মৃতের পরিবারে খবর পাঠালে পরিবারের লোকজন এসে লাশ বোয়ালখালী নিয়ে যায়।

জানতে চাইলে মৃতের ছোট ভাই আব্দুল হাকিম জানান, আমার ভাই ১০-১৫ বছর এই বাজারে মৌসুমি ফলসহ বিভিন্ন কাঁচামালের ব্যবসা করে আসছেন। আজ হঠাৎ এই খবর পেয়ে আমরা শোকার্ত। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি তিনি অসুস্থতাবস্থায় এক ব্যবসায়ীর দোকানে বিশ্রাম নিতে যান। আমরা ধারণা করছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, আমার ভাইয়ের সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন আমরা বুঝে পেয়েছি।

এঘটনায় নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, আইনগত প্রক্রিয়ায় আমরা লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

Exit mobile version