parbattanews

নানিয়ারচরে চাঁদাবাজির টাকা, রশিদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম আটক

তবআচ

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি জেলার নানিয়ারচরে চাঁদাবাজির টাকা ও বিপুল পরিমাণ চাঁদাবাজির রশিদসহ চাঁদাবাজি কাজে ব্যবহৃত সরঞ্জাম আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার বিকাল চারটার দিকে নানিয়ারচরের ঘিলাছড়ি থেকে এই আটকের ঘটনা ঘটে।

খোঁজ নিযে জানা গেছে, রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে স্থানীয় জ্যোতিলাল চাকমার বাড়িতে অবস্থান নিয়ে টমাস চাকমা নামের এক পাহাড়ী সন্ত্রাসী সন্ত্রাস ও চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করছে এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল তার বাড়িতে যায়।

তবে নিরাপত্তা বাহিনীর আসার খবর পেয়ে টমাস চাকমা পূর্বেই ওই বাড়ি ত্যাগ করে চলে যায়। পরে তার বাড়ি তল্লাসি করে স্থানীয় আঞ্চলিক সংগঠনের সাংগঠনিক ও গেরিলা যুদ্ধের কৌশলের উপর ১৫টি বই, বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ, ১৮ হাজার নগদ টাকা, ৫ টি মোবাইল ফোন, ৫ টি মোবাইল সিম কার্ড, ৫ টি চার্জার, ২টি ক্যালকুলেটর, ১টি ট্রান্সমিটার, ১টি হাতঘড়ি, টমাস চাকমার ১টি ছবি, ১টি ব্যাগ, কিছু পোশাক, নোটবুক ও ইউপি ইলেকশনের ওয়ার্ড মেম্বার প্রার্থিদের তালিকা উদ্ধার করা হয়।

বাড়ির মালিক জ্যোতিলাল চাকমা টমাস চাকমার সাথে তার সংশ্লিষ্টতার খবর অস্বীকার করেন। তবে চাঁদা আদায়ের রশিদগুলো তার বাড়ির ছাদে পাওয়া যাওয়ার ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেন নি।

এ ব্যাপারে জানতে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

Exit mobile version