parbattanews

নানিয়ারচরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতে রাশ চাকমা (৩৫) মারা গেছেন। মঙ্গলবার (১ জুন) বিকেলে উপজেলার নানিয়ারচর ইউনিয়নের সাপমারা এলাকার চেঙ্গী নদীর পারে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক উপজেলার নানিয়ারচর ইউনিয়নের সাপমারা গ্রামের বিমল চন্দ্র চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নানিয়ারচর উপজেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। ওইদিন বিকেলে রাশ চাকমা চেঙ্গী নদীর পারে তার ইঞ্জিনচালিত নৌকা থেকে পানি পরিষ্কার করার উদ্দেশ্যে সাপমারা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। পথিমধ্যে চেঙ্গী নদীর পারে আসলে হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় স্থানীরা মরদেহটি  ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

নানিয়ারচর ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে এসেছেন। আগামীকাল তার দাহ ক্রীয়া সম্পন্ন করা হবে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস) মারুফ আহম্মেদ বলেন, আমি ঘটনাটি জানলাম। এখনি খোঁজ নিচ্ছি।

Exit mobile version