parbattanews

নানিয়ারচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি জেলার নানিয়ারচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বগাছড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বগাছড়ি এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। এসময় প্রচুর বজ্রপাতও ঘটে। এতে উপজেলার প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইন ১১ হাজার ভোল্টেজের লাইন ছিঁড়ে উল্লিখিত বাড়ির টিনের চালের উপর পড়ে। বাড়িটি টিনের বেড়ার হওয়ায় পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এতে বাড়ির কর্তা মোহাম্মদ ইসাহাক মীর(৬২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাশিদা বেগমও এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন।  এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

নানিয়ারচর থানার এএসআই আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে এবং পরবর্ত ী কার্যক্রম শুরু করেছে।

Exit mobile version