parbattanews

নানিয়ারচরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অঙ্গদ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় ফজলুর রহমান বলেন, গর্ভকালীন সময় থেকে মায়েদের যত্ন নিতে হবে। পরবর্তী সময়ে প্রসূতি মায়ের ও নবজাতক শিশুকে পুষ্টিকর খাবার দিতে হবে। শিশু অটিজম কিনা তা বোঝার পরে তাকে বাড়তি যত্ন ও সুচিকিৎসা দিতে হবে এবং তার সাথে ভাল আচরণ করতে হবে। তিনি বলেন, অটিজমের স্বীকার শিশুদেরকে সকলে সহায়তা করতে হবে। তিনি আরো বলেন, সচেতনতা পারে অটিজমের হার কমাতে।

এর আগে উপজেলা পরিষদ মাঠ হতে একটি র‍্যালি বের করে প্রশাসন। পরে সকলেই ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় যুক্ত হন।

 

Exit mobile version