parbattanews

নানিয়ারচরে শীতার্তদের মাঝে কাঠ ব্যবসায়ীর কম্বল বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে ব্যক্তিগত উদ্যোগে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় কাঠ ব্যবসায়ী মো. সোহেল নামে এক যুবক।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং বগাছড়ি রাস্তার মাথা এলাকায় ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন তিনি।

এসময় স্থানীয় ইউপি সদস্য মো. মালেক, সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আনসার আলী, নাগরিক পরিষদ নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলিল মিয়া, পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ, যুবলীগ নেতা মো. শহিবুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সোহেল জানায়, এলাকার শীতার্তদের কথা ভেবে স্থানীয়দের পরামর্শক্রমে শীতের কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আজকে বগাছড়ি, ১৪ মাইল ও ১৭ মাইল এলাকার ২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও আগামীকাল সাবেক্ষং এলাকায় এবং এলাকার একটি মাদ্রাসায় আরো ১০০ কম্বল বিতরণ করা হবে বলেও জানান উদীয়মান এই তরুণ ব্যবসায়ী।

Exit mobile version