parbattanews

নানিয়ারচরে সাফজয়ী নারী গোলরক্ষক রুপনা চাকমার ঘর হস্তান্তর

রাঙামাটির মেয়ে সাফ জয়ী নারী গোলরক্ষক রুপনা চাকমার জন্য নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদম গ্রামে নির্মিত ঘরটি রুপনার মায়ের কাছে চাবি হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বরুণ দেওয়ান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রুপনার গ্রামের পার্শ্ববর্তী লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুপনা চাকমা সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নে সেরা গোল রক্ষক হয়ে দেশের গৌরব অর্জন করেন। বিভিন্ন গণমাধ্যমে রুপনার ভাঙা ঘরে মাকে নিয়ে বসবাসের ছবি প্রকাশ হলে প্রধানমন্ত্রীর নজরে আছে এবং প্রধানমন্ত্রী নিজেই রুপনার জন্য ঘর নির্মাণের নির্দেশ দেন।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আজ এই ঘরের চাবি রূপনার চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

নিউজটি ভিডিওতে পড়ুন:

রাঙামাটিতে সাফজয়ী নারী সেরা গোলরক্ষক রুপনা চাকমার ঘর হস্তান্তর

Exit mobile version