parbattanews

নানিয়ারচরে ১৫০টি পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

রাঙামাটি রিজিয়নের (৩০৫ পদাতিক ব্রিগেড) সার্বিক তত্ত্বাবধানে নানিয়ারচর জোন কর্তৃক ১৫০ জন গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নানিয়ারচর জোন কমান্ডার এই শীতবস্ত্র বিতরণ করেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আগামী ৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ক্রমান্বয়ে জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালনা করা হবে।

সেনাবাহিনী জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর জোন তার আওতাধীন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ও যেকোন  প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Exit mobile version