parbattanews

নানিয়ারচর জোনের অর্থায়নে চক্ষু চিকিৎসা নিচ্ছে ৩০রোগী

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটির নানিয়ারচর জোনের অর্থায়নে এবার চক্ষু চিকিৎসা নিচ্ছে দরিদ্র ৩০ রোগী। সোমবার (১৫ অক্টোবর) এসব রোগীদের চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয় বলে জোন সূত্রে জানানো হয়।

গত ২১ সেপ্টেম্বর নানিয়ারচর জোনের সহযোগিতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম শাখা কর্তৃক রাঙামাটির নানিয়ারচর মডেল স্কুলে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ওই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার দরিদ্র ১৯০জনের রক্ত পরিক্ষা, ৬০জনের ডায়াবেটিস পরিক্ষা এবং ১৯১জন রোগীর চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

১৯১জন চক্ষু রোগীর মধ্যে সংগঠনটির চিকিৎসকরা ৭৮জনকে চট্টগ্রামে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেন। এ ৭৮রোগীর মধ্যে সোমবার নানিয়ারচর জোন নিজস্ব অর্থায়নে ৩০ রোগীকে চিকিৎসা করার জন্য চট্টগ্রাম পাঠিয়েছে।

Exit mobile version