parbattanews

নাফনদীতে বিজিবি-বিজিপির ৩১তম যৌথ টহল

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফে নাফনদীতে বিজিবি ও বিজিপির মধ্যে ৩১তম যৌথ টহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার(১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে সোয়া ১টা পর্যন্ত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল এবং প্রতিপক্ষ মিয়ানমারের ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের রইগ্যাধং ক্যাম্পের পুলিশ লে. মাইয়্যে থিংয়ের  নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল স্ব স্ব স্পীডবোট যোগে বিআরএম-৮ হতে বিআরএম-১১ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উক্ত যৌথ টহলকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোনো বিষয়ে বিওপি-ক্যাম্প, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। শেষে উভয়পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য যে, গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি এবং আগস্ট মাসে ৫টি, সেপ্টেম্বর মাসে ৫টি, অক্টোবর মাসে ৫টি এবং নভেম্বর মাসে ৩টিসহ মোট ৩১টি বিজিপি এর সাথে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Exit mobile version