parbattanews

নাফ নদীতে ৯০ হাজার পিস ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা, নৌকা জব্দ  

টেকনাফে নাফনদী থেকে একটি কাঠের নৌকাসহ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার(১০ এপ্রিল) রাত ১০টায় টেকনাফের নাফ নদীর জালিয়া দ্বীপ এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদীর জালিয়া-দ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহ জনক একটি কাঠের নৌকা নিয়ে কয়েকজন লোক সীমান্তে প্রবেশের সময় কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ইয়াবা ও নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে নৌকার ভিতর তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার ইয়াবা আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আগামীকাল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

Exit mobile version