parbattanews

নাফ নদীর অবৈধ বাঁধ কেটে দিলো প্রশাসন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উনছিপ্রাং এলাকায় নাফ নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ কেটে দিয়ে দখল উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দখল উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক বলেন, প্রবাহমান খাল, নদীতে বাঁধ নির্মাণ কিংবা দখলের কোন সুযোগ নাই। নাফ নদীতে বাঁধ নির্মাণের বিষয়টি অবগত হলে যৌথ অভিযান চালিয়ে দখল উচ্ছেদ করা হয়।

অভিযানে হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিছবাহ উদ্দীন, হোয়াইক্যং ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাফ নদীর অংশ দখলে নিতে এস্কেভেটর দিয়ে মাটি কেটে বাঁধ নির্মাণ করে এলাকার চিহ্নিত একটি চক্র। যার নেতৃত্ব দেয়, কুতুবদিয়াপাড়ার নূর হোসেন, আহমেদ হোসেন ও শামসুল আলম ওরফে ধলাইয়া। তাদের সঙ্গে চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোকও রয়েছে।

Exit mobile version