parbattanews

নাফ নদীর মোহনায় ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি

 

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসার সময় নাফ নদীর মোহনায় রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নৌকাডুবির ঘটনায় রাতেই ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এতে অন্তত আরো ১০ জন নিখোঁজ রয়েছে। রবিবার রাত সাড়ে নয়টায় টেকনাফ শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনার ঘোলার চর পয়েন্টে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।

টেকনাফ থানারএসআই সাইফুল জানান, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে আসার পথে নাফনদীর মোহনায় নৌকাডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড ও বিজিবির উদ্ধার অভিযানে রাতে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এপর্যন্ত ১১জন রোহিঙ্গা নাগরিকের মৃতদে হউদ্ধার করা হয়েছে। বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, অন্তত আরো ১০ জন নিখোঁজ রয়েছে।

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে সেদেশের রোহিঙ্গা নাগরিকরা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। নির্যাতিত রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে এখনো নাফ নদী ও সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। বৈরী আবহাওয়ায় নাফ নদীর মোহনার উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এর পূর্বে আরো ২৬টি নৌকাডুবির ঘটনায় ১২৫ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়।

Exit mobile version