parbattanews

নাফ নদী থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ নৌকা জব্দ

teknaf pic yaba 25-10-15

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন সীমান্তের বরইতলী এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার র্গাড ব্যাটালিয়ন (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। রবিবার সকাল ৮টার দিকে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।

৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু জার আল জাহিদ জানান, বিজিবির একটি বিশেষ টহল দল মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদীর বরইতলী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পেয়ে সেখানে অবস্থান নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি কাঠের নৌকাসহ ইয়াবাগুলো ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করে গননা করলে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ ৮ হাজার টাকা ।

বিজিবির অধিনায়ক জানান, উদ্ধারকৃত ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Exit mobile version