parbattanews

নাফ নদী সাঁতরে মিয়ানমারের মহিষের পাল টেকনাফে

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে একটি মহিষের পাল প্রবেশ করেছে বাংলাদেশে। মহিষের পালটিতে ছোট বড় ১৯টি মহিষ রয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত দিয়ে মহিষের পালটিকে নাফ নদী সাঁতরে আসতে দেখে টহলরত বিজিবি সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মহিষের পালটিকে একত্রিত করে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় বিজিবির সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, খোঁজ নিয়েও মহিষগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে নদী পাড়ি দিয়ে মহিষের পালটি বাংলাদেশে এসেছে। মহিষের পালটিকে টেকনাফ শুল্ক গুদামে জমা করার প্রক্রিয়া চলছে।

টেকনাফের শুল্ক গুদাম কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, মহিষগুলো জমা দেওয়ার পর নিলামে বিক্রি করা হবে।

২০২১ সালের ২৭ জুন নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে দুটি হাতি এসেছিল। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ারসংলগ্ন প্যারাবনে অবস্থান নেয় হাতি দুটি। সে সময় হাতি দুটিকে টেকনাফের বনে পাঠিয়ে দেয় বন বিভাগ।

Exit mobile version