parbattanews

নারীরা এখন আর অবলা নয়, তারা দেশ গঠনের অংশীদার

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন নারীরা সেনাবাহিনী-পুলিশসহ প্রশাসনে ভুমিকা রাখছে। রাজনীতিতেও নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে। নারীরা এখন আর অবলা নয়। তারা দেশ গঠনের অংশীদার। আর এ নারীদের আজকের জায়গায় আসার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারীদের যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করারও আহ্বান জানান।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

‘সবাই মিলে ভাবো-নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুঁইয়া ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version