নারীর ক্ষমতায়ন কেবল বক্তৃতা বা নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না : জাইমা রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান বলেছেন, ‘নারীর ক্ষমতায়ন কেবল বক্তৃতা বা নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না।’ ১৯ জানুয়ারি তাঁর ভেরিফায়েড ফেইসবুক পেইজ স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
গতকাল ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য দেয়ার পর আজ ১৯ জানুয়ারি ওই অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে এই স্ট্যাটাস দেন জাইমা রহমান।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘গতকালের অনুষ্ঠানে যারা সময় নিয়ে উপস্থিত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। অগ্রগতি তখনই ঘটে যখন আমরা একে অপরের কথা শুনি এবং আলোচনায় থাকি, এমনকি দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও।’
স্ট্যাটাসে আয়োজক ও সম্মানিত অতিথিদের নাম উল্লেখ করে জাইমা রহমান বলেন যে, ‘এমন একটি অগ্রণী প্ল্যাটফর্ম শেয়ার করে নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
তিনি আরো উল্লেখ করেন যে, গতকালের ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে, নারীরা ইতিমধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। তবে এই বিশ্বাসকে এখন কাজে রূপান্তরিত করতে হবে। ক্ষমতায়ন কেবল বক্তৃতা বা নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। এটি আমাদের পরিবার, কর্মক্ষেত্র এবং প্রতিষ্ঠানিক পর্যায়ে ধারাবাহিকভাবে প্রদর্শিত হতে হবে।
এই কাজটি সম্পন্ন করতে বা বাস্তবে রূপ দিতে নারী-পুরুষ, রাজনৈতিক নেতৃত্ব এবং ডিসিশন মেকারদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি স্ট্যাটাসে বলেন, ‘আমাদের প্রত্যাশিত আগামী হবে এমন যা আমরা কেবল সকলে মিলে গড়ে তুলতে পারি।’
















