parbattanews

নারীর প্রতি সহিংসতা রোধে সহযোগিতা অব্যাহত রাখার লক্ষে খাগড়াছড়িতে কর্মশালা

0-copy

নিজস্ব প্রতিবেদক:

নারীর প্রতি সহিংসতায় ভিকটিম নারীকে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সমূহের সমন্বিত উদ্যোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টায় খাগড়াপুর মহিলা কল্যান সমিতির উদ্যোগে ইউএনডিপির সহযোগিতায় খাগড়াছড়ির একটি বেরকারী কনভেশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু, পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, ইউএনডিপি রাঙ্গামাটির প্রোগ্রাম অফিসার উচিমং মারমা।

এছাড়া স্থানীয় উপজাতীয় হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নারীর প্রতি সহিংসতায় ভিকটিম-ভুক্তভোগেীদের সহযোগিতা কার্যক্রম কিভাবে দীর্ঘ মেয়াদী করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

Exit mobile version