parbattanews

নারী অধিকার রক্ষায় ১০ দফা দাবি

‘১৩ দফা মানি না, রুখবোই’

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক উদ্দেশ্যে ‍যারা নারীর অধিকার খর্ব করছে সেসব ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ নারী অধিকার রক্ষায় ১০ দফা দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নারী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

তাদের দাবীগুলো হচ্ছে, দেশে ৭২-এর সংবিধান অনুযায়ী অসাম্প্রদায়িক চেতনার পুনঃপ্রতিষ্ঠা এবং আইন করে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, রানা প্লাজার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন এবং আহত-নিহতের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, তাজরীন, স্প্রেকট্রামসহ সব ক্ষতিগ্রস্ত কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষাতিপূরণ ও পুনর্বাসনসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, পোশাক শিল্পের সঙ্গে জড়িত নারীদের নিরাপত্তার নিশ্চিকরণ এবং বেতন ভাতা শ্রম আইন অনুযায়ী প্রদান করার।

এছাড়া ‘আদিবাসী’ ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং নির্যাতনকারীদের শাস্তি দেওয়া, জাতীয় স্বার্থে অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য নারীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করা এবং একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা বন্ধ করে অপরাধীদের শাস্তি দেওয়ার আহ্বান জানান।

Exit mobile version