parbattanews

নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান

খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির যৌথ আয়োজনে ‘নারীর জন্য বিশ্ব গড়ো, পর্যাপ্ত বিনিয়োগ করো, সহিংসতা প্রতিরোধ করো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর)  সকাল সাড়ে ১০টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্বপ্না চাকমার সঞ্চালনায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, উপজেলা তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা মুনিরা জাহান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা প্রমূখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়ক কাজল বরণ ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন সময়ে নারী নির্যাতনের কথা তুলে ধরেন এবং নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Exit mobile version