parbattanews

নিউজিল্যান্ডের কঠিন লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে নেদারল্যান্ডস

দারুণ শুরুর পর একই ধারায় ব্যাট চালিয়ে গেলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ১৬ রানের মাথায় ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের রানচাকার গতিতে লাগাম টানে ডাচরা। তাতেও বিশাল সংগ্রহ হয় নিউজল্যিান্ডের। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩২২ রান। নিউজিল্যান্ডের ৩২৩ রানের কঠিন লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে নেদারল্যান্ডস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬ রান।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৭০ রানের উনিংস খেলেন উইল ইয়াং। এছাড়া ফিফটি ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। ৪৮ রান করেন ড্যারেল মিচেল। শেষ দিকে ১৭ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলেন মিচেল স্যান্টনার।

নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান দত্ত, পল ভান মেকিরেন ও রোলোফ ভন ডার মারওয়ে নেন দুটি করে উইকেট।

দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হলো দল দু’টির। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে আসর শুরু করে নিউজিল্যান্ড। সেই দলের একাদশে একটি পরিবর্তন এনেছে দলটি। জেমি নিশামের জায়গায় খেলছেন চোট কাটিয়ে ফেরা লুকি ফার্গুসন। নিয়মিত অধিনায়ক না ফেরায় এই ম্যাচেও দলকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম।

আর নেদারল্যান্ডস নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে ৮১ রানে। সেই দলের একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলছে ডাচরা।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট কিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (ক্যাপ্টেন, উইকেট কিপার), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকারেন।

Exit mobile version