parbattanews

নিখোঁজ হওয়া ২ শিক্ষার্থী খুনের ছবি ভাইরাল, ফের উত্তপ্ত মণিপুরে

ভারতের মণিপুর রাজ্যে ইন্টারনেট পরিষেবা ফিরতেই ভাইরাল হল দুই শিক্ষার্থীর লাশের ছবি। তিন মাস ধরে তারা নিখোঁজ ছিল। তাদের মধ্যে একজন ছাত্রী। জুলাই মাস থেকেই তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদেরকে হত্যা করা হয়েছে বলেই জানা গিয়েছে। সম্প্রতি সোশ্যল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিছু ছবি। তাতেও জানা গিয়েছে যে ওই দুজনকে হত্যা করা হয়।

ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে জানানো হয়েছে, দুই শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত করবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে, নিখোঁজ হওয়ার পর এতদিন কেন দুই শিক্ষার্থীর সন্ধান দিতে পারেনি রাজ্য প্রশাসন?

ভাইরাল হওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ১৭ ও ২০ বছর বয়সি দুই শিক্ষার্থী বসে রয়েছে। পরের ছবিতেই তাদের লাশ দেখা যাচ্ছে। পিছনেই অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই ব্যক্তি। এই ছবি ভাইরাল হতেই ভারতজুড়ে নিন্দার ঝড় ওঠে।

জানা গিয়েছে, জুলাই মাস থেকে নিখোঁজ ছিল ওই দুই শিক্ষার্থী। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেলেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর। মেতেই সম্প্রদায়ভুক্ত দুই শিক্ষার্থীকে খুন করেছে জঙ্গিরা, ছবি দেখে সেটাই অনুমান করছে গোয়েন্দা মহল। শিক্ষার্থীদের পিছনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির পরিচয় জানতে বিশেষ ধরণের সাইবার ফরেন্সিক ব্যবহার করবেন তদন্তকারীরা।

এই ছবি প্রকাশ্যে আসার পরেই একটি বিবৃতি জারি করেছে মণিপুর সরকার। সেখানে বলা হয়, দুই শিক্ষার্থীর মৃতদেহের ছবি প্রকাশ্যে আসার বিষয়টি সরকারের নজরে এসেছে। রাজ্যের বাসিন্দাদের ইচ্ছা অনুযায়ী এই ঘটনার তদন্তভার তুলে দেয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তাছাড়াও রাজ্য পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দুই দুষ্কৃতির পরিচয় জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকতেও অনুরোধ করেছে রাজ্য প্রশাসন। শিক্ষার্থী খুন! ভাইরাল ছবি ঘিরে ফের উত্তপ্ত মণিপুরে

ভারতের মণিপুর রাজ্যে ইন্টারনেট পরিষেবা ফিরতেই ভাইরাল হল দুই শিক্ষার্থীর লাশের ছবি। তিন মাস ধরে তারা নিখোঁজ ছিল। তাদের মধ্যে একজন ছাত্রী। জুলাই মাস থেকেই তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদেরকে হত্যা করা হয়েছে বলেই জানা গিয়েছে। সম্প্রতি সোশ্যল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিছু ছবি। তাতেও জানা গিয়েছে যে ওই দুজনকে হত্যা করা হয়।

ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে জানানো হয়েছে, দুই শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত করবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে, নিখোঁজ হওয়ার পর এতদিন কেন দুই শিক্ষার্থীর সন্ধান দিতে পারেনি রাজ্য প্রশাসন?

ভাইরাল হওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ১৭ ও ২০ বছর বয়সি দুই শিক্ষার্থী বসে রয়েছে। পরের ছবিতেই তাদের লাশ দেখা যাচ্ছে। পিছনেই অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই ব্যক্তি। এই ছবি ভাইরাল হতেই ভারতজুড়ে নিন্দার ঝড় ওঠে।

জানা গিয়েছে, জুলাই মাস থেকে নিখোঁজ ছিল ওই দুই শিক্ষার্থী। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেলেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর। মেতেই সম্প্রদায়ভুক্ত দুই শিক্ষার্থীকে খুন করেছে জঙ্গিরা, ছবি দেখে সেটাই অনুমান করছে গোয়েন্দা মহল। শিক্ষার্থীদের পিছনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির পরিচয় জানতে বিশেষ ধরণের সাইবার ফরেন্সিক ব্যবহার করবেন তদন্তকারীরা।

এই ছবি প্রকাশ্যে আসার পরেই একটি বিবৃতি জারি করেছে মণিপুর সরকার। সেখানে বলা হয়, দুই শিক্ষার্থীর মৃতদেহের ছবি প্রকাশ্যে আসার বিষয়টি সরকারের নজরে এসেছে। রাজ্যের বাসিন্দাদের ইচ্ছা অনুযায়ী এই ঘটনার তদন্তভার তুলে দেয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তাছাড়াও রাজ্য পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দুই দুষ্কৃতির পরিচয় জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকতেও অনুরোধ করেছে রাজ্য প্রশাসন।

Exit mobile version