parbattanews

নিজেদের বাঙালী ভাবতে শিখুন- গারো ছাত্রদের উদ্দেশ্যে প্রমোদ মানকিন

1427635

স্টাফ রিপোর্টার:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি পাহাড়ি গারো ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নিজেদেরকে বাঙ্গালি ভাবতে শিখুন। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নে একসাথে কাজ করুন।

রোববার বিকালে ৩৫তম জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল-২০১৫ উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সম্মেলন উদ্বোধন করেন শেরপুর-৩(ঝিনাইগাতী-শ্রবরদী) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় সভাপতি পিন্টু হাউই এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক ও থানার অফিসার ইনচার্জ একেএম ফছিহুর রহমান।

সম্মেলনে বক্তব্য রাখেন রবেতা ম্রং, ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী ও বাগাছাস এর কেন্দ্রীয় সহ-সভাপতি পবিত্র ম্রং প্রমুখ। বাগাছাস এর কেন্দ্রীয় সহ-সভাপতি পবিত্র ম্রং তার বক্তব্যে গারোরা যাতে নির্যাতিত না হয় সেদিকে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য প্রমোদ মানকিন নিজেও গারো সম্প্রদায়ে আওয়ামী লীগ নেতা  ও নির্বাচিত এমপি।

Exit mobile version